Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক্রম

কার্যক্রম

 কর্মপদ্ধতি

(ক)

জাতীয় ও ধর্মীয় দিবস উদ্যাপন

স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঈদে মিলাদুন্নবী (স:), মে দিবস, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম ও মৃত্যু দিবসসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় দিবস উদ্যাপন করা হয়।

(খ)

পুস্তক প্রকাশনা ও বিক্রয়

পবিত্র কোরআন শরীফ, তাফসীর, সিয়াহ সিত্তাহ্ সহ ইসলামের মৌলিক বিষয়ে পুস্তক প্রকাশনা, গবেষণা কার্যক্রম পরিচালনা ও গবেষণাপত্র প্রকাশ, বিভিন্ন ভাষায় রচিত ইসলামের মৌলিক বিষয়ে উলে­খযোগ্য গবেষনা ও রচনা বাংলা ভাষায় অনুবাদ করা ও প্রকাশ করা ইসলামিক ফাউন্ডেশনের অন্যতম কাজ। প্রায় ৪,০০০ টাইটেলের প্রকাশিত বইগুলো ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে বিক্রয়ের ব্যবস্থা আছে।

(গ)

লাইব্রেরি

কোরআন, হাদীস, তাফসীর সহ ইসলামী ও সাধারণ জ্ঞানের বই নিয়ে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে। লাইব্রেরিতে বইয়ের সংখ্যা প্রায় ৭,০০০। লাইব্রেরি সকলের জন্য উন্মুক্ত।

(ঘ)

যাকাত সংগ্রহ ও বিতরণ

এই কার্যালয়ের মাধ্যমে সরকারী যাকাত তহবিলের জন্য যাকাতের অর্থ সংগ্রহ করা হয়।  যাকাতের অর্থে এ পর্যন্ত জেলার ১৩০ জনকে সেলাই মেশিন, রিক্সা ভ্যান, গরু, ছাগল প্রভৃতি দেয়া হয়েছে। এছাড়া ৬৪ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে।

(ঙ)

সেলাই প্রশিক্ষণ কেন্দ্র

যাকাত তহবিলের অর্থে  দুস্থ, বিধবা,  মহিলাদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। ৪ মাস মেয়াদী কোর্সের প্রতি ব্যাচে ২৫জন করে মহিলা প্রশিক্ষণ গ্রহণ করেন।

(চ)

জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রতি বছর বিদ্যালয় ও  মাদ্রাসা পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন  করা হয়। ক্বিরাত, আযান, হামদ, নাত, আবৃত্তি  উপস্থিত বক্তৃতা ও রচনা বিষয়ে  উপজেলা পর্যায় এবং উপজেলা থেকে জেলা পর্যায়ে প্রতিযোগিতা হয়ে থাকে। পর্যায়ক্রমে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

(ছ)

হজ্জ কার্যক্রম

সরকারী ব্যবস্থাপনায় হজ্জযাত্রীদেরকে পাসপোর্ট, ব্যাংকে টাকা জমা দেয়া, ফরম পূরণ, স্বাস্থ্য পরীক্ষা, প্রশিক্ষণ প্রদানসহ এতদসংক্রান্ত যাবতীয় কাজে সহযোগিতা প্রদান করা হয়।

(জ)

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় জেলার ৫টি উপজেলায় ২৪৩টি প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র, ১২টি বয়স্ক শিক্ষা কেন্দ্র, ১৬০টি সহজ কুরআন শিক্ষা কেন্দ্র ও ১৭টি মডেল রিসোর্স সেন্টার পরিচালিত হচ্ছে।

(ঝ)

ইমাম প্রশিক্ষণ

জেলা কোটা অনুযায়ী প্রশিক্ষনার্থী ইমাম বাছাই করে ইমাম প্রশিক্ষণ একাডেমী রাজশাহী কেন্দ্রে প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয়। এ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১,০৫৯ জন ইমামকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণের মেয়াদকাল ৪৫দিন। প্রশিক্ষণার্থীদেরকে ইসলামিয়াত , গণশিক্ষা, পরিবার কল্যাণ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও প্রাথমিক চিকিৎসা, কৃষি ও বনায়ন এবং (চ) পশু-পাখী পালন ও মৎস্য চাষ এ ৬টি  বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। এছাড়া প্রতি বছর প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদেরকে নিয়ে একবার জেলা সম্মেলন করা হয়ে থাকে।

(ঞ)

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ খামার  প্রতিষ্ঠার পুরস্কার

প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে যারা হাঁস-মুরগী, গবাদি পশু, কৃষি খামার প্রভৃতি প্রতিষ্ঠা করেছেন তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ খামার নির্বাচন করে প্রতি বছর জেলা পর্যায়ে একজনকে পুরস্কৃত করা হয়।

(ট)

মানব সম্পদ উন্নয়ন বিষযক প্রশিক্ষণ ঁঁ

এর অর্থায়নে মানব সম্পদ উন্নয়নে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার জন্য এই  প্রশিক্ষণ প্রোগামে ইমাম, মসজিদ কমিটি, শিক্ষক-ছাত্র, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, সমাজ সেবকসহ সমাজে বিভিন্ন স্তরের পুরুষ ও মহিলাকে জেন্ডার ইস্যু, পরিকল্পিত পরিবার, নারী-শিশু স্বাস্থ্য ও তাদের অধিকার, প্রজনন স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে ৪দিনের প্রশিক্ষণ দেয়া হয়।

(ঠ)

চাঁদ দেখা কমিটি

প্রতি মাসে একবার জেলা চাঁদ দেখা কমিটির সভা করে চাঁদ দেখা গিয়েছে কি না তার প্রতিবেদন ঢাকাস্থ প্রধান কার্যালয়ে জানানো হয়।

(ড)

জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক কার্যক্রমের উদ্বুদ্ধকরণ সভা

সরকারের জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মুল অভিযানে অংশ নিয়ে জনগণকে এর বিরুদ্ধে উদ্বুদ্ধ করা হয়। এছাড়া বাল্য বিবাহ প্রতিরোধ, যৌতুক ছাড়া বিয়ে, মাদক, ইভটিজিং প্রভৃতির বিরুদ্ধে জনমত গড়ার জন্য ইসলামিক ফাউন্ডেশন কাজ করে থাকে।