ক্রম |
কার্যক্রম |
কর্মপদ্ধতি |
|
(ক) |
জাতীয় ও ধর্মীয় দিবস উদ্যাপন |
স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঈদে মিলাদুন্নবী (স:), মে দিবস, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম ও মৃত্যু দিবসসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় দিবস উদ্যাপন করা হয়। |
|
(খ) |
পুস্তক প্রকাশনা ও বিক্রয় |
পবিত্র কোরআন শরীফ, তাফসীর, সিয়াহ সিত্তাহ্ সহ ইসলামের মৌলিক বিষয়ে পুস্তক প্রকাশনা, গবেষণা কার্যক্রম পরিচালনা ও গবেষণাপত্র প্রকাশ, বিভিন্ন ভাষায় রচিত ইসলামের মৌলিক বিষয়ে উলেখযোগ্য গবেষনা ও রচনা বাংলা ভাষায় অনুবাদ করা ও প্রকাশ করা ইসলামিক ফাউন্ডেশনের অন্যতম কাজ। প্রায় ৪,০০০ টাইটেলের প্রকাশিত বইগুলো ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে বিক্রয়ের ব্যবস্থা আছে। |
|
(গ) |
লাইব্রেরি |
কোরআন, হাদীস, তাফসীর সহ ইসলামী ও সাধারণ জ্ঞানের বই নিয়ে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে। লাইব্রেরিতে বইয়ের সংখ্যা প্রায় ৭,০০০। লাইব্রেরি সকলের জন্য উন্মুক্ত। |
|
(ঘ) |
যাকাত সংগ্রহ ও বিতরণ |
এই কার্যালয়ের মাধ্যমে সরকারী যাকাত তহবিলের জন্য যাকাতের অর্থ সংগ্রহ করা হয়। যাকাতের অর্থে এ পর্যন্ত জেলার ১৩০ জনকে সেলাই মেশিন, রিক্সা ভ্যান, গরু, ছাগল প্রভৃতি দেয়া হয়েছে। এছাড়া ৬৪ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। |
|
(ঙ) |
সেলাই প্রশিক্ষণ কেন্দ্র |
যাকাত তহবিলের অর্থে দুস্থ, বিধবা, মহিলাদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। ৪ মাস মেয়াদী কোর্সের প্রতি ব্যাচে ২৫জন করে মহিলা প্রশিক্ষণ গ্রহণ করেন। |
|
(চ) |
জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা |
প্রতি বছর বিদ্যালয় ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্বিরাত, আযান, হামদ, নাত, আবৃত্তি উপস্থিত বক্তৃতা ও রচনা বিষয়ে উপজেলা পর্যায় এবং উপজেলা থেকে জেলা পর্যায়ে প্রতিযোগিতা হয়ে থাকে। পর্যায়ক্রমে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। |
|
(ছ) |
হজ্জ কার্যক্রম |
সরকারী ব্যবস্থাপনায় হজ্জযাত্রীদেরকে পাসপোর্ট, ব্যাংকে টাকা জমা দেয়া, ফরম পূরণ, স্বাস্থ্য পরীক্ষা, প্রশিক্ষণ প্রদানসহ এতদসংক্রান্ত যাবতীয় কাজে সহযোগিতা প্রদান করা হয়। |
|
(জ) |
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম |
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় জেলার ৫টি উপজেলায় ২৪৩টি প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র, ১২টি বয়স্ক শিক্ষা কেন্দ্র, ১৬০টি সহজ কুরআন শিক্ষা কেন্দ্র ও ১৭টি মডেল রিসোর্স সেন্টার পরিচালিত হচ্ছে। |
|
(ঝ) |
ইমাম প্রশিক্ষণ |
জেলা কোটা অনুযায়ী প্রশিক্ষনার্থী ইমাম বাছাই করে ইমাম প্রশিক্ষণ একাডেমী রাজশাহী কেন্দ্রে প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয়। এ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১,০৫৯ জন ইমামকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণের মেয়াদকাল ৪৫দিন। প্রশিক্ষণার্থীদেরকে ইসলামিয়াত , গণশিক্ষা, পরিবার কল্যাণ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও প্রাথমিক চিকিৎসা, কৃষি ও বনায়ন এবং (চ) পশু-পাখী পালন ও মৎস্য চাষ এ ৬টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। এছাড়া প্রতি বছর প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদেরকে নিয়ে একবার জেলা সম্মেলন করা হয়ে থাকে। |
|
(ঞ) |
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ খামার প্রতিষ্ঠার পুরস্কার |
প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে যারা হাঁস-মুরগী, গবাদি পশু, কৃষি খামার প্রভৃতি প্রতিষ্ঠা করেছেন তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ খামার নির্বাচন করে প্রতি বছর জেলা পর্যায়ে একজনকে পুরস্কৃত করা হয়। |
|
(ট) |
মানব সম্পদ উন্নয়ন বিষযক প্রশিক্ষণ ঁঁ |
এর অর্থায়নে মানব সম্পদ উন্নয়নে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার জন্য এই প্রশিক্ষণ প্রোগামে ইমাম, মসজিদ কমিটি, শিক্ষক-ছাত্র, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, সমাজ সেবকসহ সমাজে বিভিন্ন স্তরের পুরুষ ও মহিলাকে জেন্ডার ইস্যু, পরিকল্পিত পরিবার, নারী-শিশু স্বাস্থ্য ও তাদের অধিকার, প্রজনন স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে ৪দিনের প্রশিক্ষণ দেয়া হয়। |
|
(ঠ) |
চাঁদ দেখা কমিটি |
প্রতি মাসে একবার জেলা চাঁদ দেখা কমিটির সভা করে চাঁদ দেখা গিয়েছে কি না তার প্রতিবেদন ঢাকাস্থ প্রধান কার্যালয়ে জানানো হয়। |
|
(ড) |
জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক কার্যক্রমের উদ্বুদ্ধকরণ সভা |
সরকারের জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মুল অভিযানে অংশ নিয়ে জনগণকে এর বিরুদ্ধে উদ্বুদ্ধ করা হয়। এছাড়া বাল্য বিবাহ প্রতিরোধ, যৌতুক ছাড়া বিয়ে, মাদক, ইভটিজিং প্রভৃতির বিরুদ্ধে জনমত গড়ার জন্য ইসলামিক ফাউন্ডেশন কাজ করে থাকে। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS